- হাকালুকির জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীদের সাথে মতবিনিময়
- কুলাউড়ায় ঠিকাদার কোকিলের দূর্নীতির তদন্ত গোপনে করে গেলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- ৫ উইকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়
- ১২ডিসেম্বর গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস
- সিলেটে যেভাবে ‘গাঁজার বাগান’ গড়েন সেই আজাদ
- তথ্যপ্রমাণ না দিলে শাজাহান খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ইলিয়াস কাঞ্চন
- দর্শক-খরায় শুরু বঙ্গবন্ধু বিপিএল
- যুদ্ধাপরাধী টিপু সুলতানের মৃত্যুদণ্ডের রায়
- চিটাগংকে ১৬৩ রানের লক্ষ্য দিল সিলেট
» সবার দোয়া ও সহযোগিতা চান স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু)
প্রকাশিত: 23. September. 2018 | Sunday

সবার সহযোগিতা চান স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু)
এস ইউ শিপলু, গোলাপগঞ্জ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ – বিয়ানীবাজার) আসন থেকে প্রথম বারের মতো স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু)। নির্বাচনকে সামনে রেখে এলাকার কর্মমুখী শিক্ষার প্রসার সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্য, ক্ষুধা ও শোষন মুক্ত সমাজ গঠন, নারী অধিকার ও নারী শিক্ষার অগ্রগতি সাধন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করন সহ সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্চেন তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু) প্রচারনার অংশ হিসেবে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্টানে অংশ নিচ্ছেন এবং মানুষের সমস্যার কথা জানতে দুই উপজেলায় প্রায় ২৪৫টির মতো উঠান বৈঠক করেন। সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে ছাপানো পোষ্টারও শোভা পাচ্ছে নির্বাচনী এলাকায়। গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউপির বাগিরঘাট গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সামাসেবী আলহাজ্ব আল্তাব হোসেন (আশু) মিয়ার সুযোগ্য সন্তান মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু)। তিনি ১৯৯৬ সালে HSC পরীক্ষায় সমস্ত বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় ১১তম স্হান অর্জন করেন, BBA ও MBA-তে স্বর্ন পদকে ভূষিত হয়েছিলেন। বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে উনার সুনাম রয়েছে। তিনি বাংলাদেশের রাজনিতির সাথে জড়িত না তাকলে ও ছাত্রজীবন থেকেই বাংলাদেশের বিভিন্ন সমাজ ও জনকল্যাণ কল্যাণ মূলক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি সবার কাছে দোয়া সহযোগিতা চান।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৮৫ বার
আজকের দিন-তারিখ
- বুধবার ( রাত ৯:৩৪ )
- ১১ই ডিসেম্বর, ২০১৯ ইং
- ১৪ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
- ২৭শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ ( হেমন্তকাল )