যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সর্ব সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ঈদের দ্বিতীয় দিন চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের রামভাদ্রপুর
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে মাস্ক ও পরিবেশ বান্ধব বান্ধব গাছের চারা বিতরণ করেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।
পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে দেশসেরা উদ্ভাবক মিজান বলেন, আজ রামভাদ্রপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে মাস্ক,পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।যতদিন বেঁচে আছি পরিবেশ ও মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাদল নার্সারীর পরিচালক বাদল হোসেন, তরুণ সমাজ সেবক আবু বকর,অএ বিদ্যালয় প্রধান শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।