গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে একাধিক মামলার কুখ্যাত ডাকাত গ্রেফতার।
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে একাধিক মামলার কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী (গোলাপগঞ্জ সার্কেল) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর তত্তাবধানে অদ্য ১৫/০১/২০২১ইং তারিখে রাত ১২.৪৫ মিনিটের সময় এসআই/জাহাঙ্গীর আলম সঙ্গীয় এএসআই/মোঃ জাকির হোসাইন, সঙ্গীয় ফোর্স নিয়ে। থানা এলাকায় বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ মডেল থানাধীন ১নং বাঘা ইউনিয়নের অন্তর্গত গোলাপনগর (পূর্বগাঁও) সাকিনে অভিযান পরিচালনা করে। শাহপরান জিআর নং-৫৬/১৭ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড মূলে পরোয়ানাভক্ত আসামী মোঃ ফয়জুল হক(২৯), পিতা-রফিক উদ্দিন, সাং-গোলাপনগর (পূর্বগাঁও), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৩(০৩)১২,ধারা-৩৯৯/৪০২/৪১২ পেনাল কোড, সহ সিলেট জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃত্র আসামীর নামে গোলাপগঞ্জ মডেল থানা সহ সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়’র দিক নির্দেশনায় ও রাশেদুল হক চৌধুরী (গোলাপগঞ্জ সার্কেল)এর নির্দেশক্রমে অভিযান পরিচালনা করে উক্ত আসামী কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী কে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।