যুব সমাজকে আলোর পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই, সালাউদ্দিন পারভেজ
অধ্য বিকাল ৩ ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইউনিয়নের পাঠানচক যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ১ম ডে মিলবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনোয়ার আলীর সভাপতিত্বে রুবেল আহমদ এর পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার
সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফান্ডেশন ফ্রান্স শাখার সভাপতি মোরশেদ আলম মান্না,জেলা ছাত্রলীগের সাবেক উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বদরুল আহমদ বুলবুল,ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামসুল ইসলাম হেলন,
ফ্রান্স বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি আব্দুল জলিল,স্থানীয় মেম্বার আব্দুল মনাফ,সাবেক মেম্বার লুকুছ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেকুল আহমদ সান্ত, জয়নাল আবেদীন,সাবেক মেম্বার লুকুছ মিয়া।
উপস্থিত ছিলেন,
খালেদ, রুহেল, আকবর,পাপলু, রুহুল,নাবিল,মামুন, আব্দুল রহিম, বদরুল,তারেক,পাবেল,লালন,পারবেছ,সুহেল, মাছুম,নজরুল, আবুল,লিটন,জাকির,মহসিন, নাহিদ, রাহেল, মাহমুদুল হাসান, মাছুম, জসিম, নিমার,সাহান,ডি জে সোহেল,সেবুল, মিয়া,আনা মিয়া, প্রমুখ।
চ্যাম্পিয়ন টিমের গৌরব অর্জন করে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ডেকাপুর।
রানারআপ কুকুরাইল যুব সমাজ কল্যান সংস্থা।