ছাতকে উপজেলা প্রশাসনের
ঐতিহাসিক ৭ই মার্চ পালন
সেলিম মাহবুব,ছাতক
ছাতকে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহাসিক এ দিন উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এসময় ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শফিক মিয়াসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলিসহ বীর মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন।##