ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আলাউদ্দিন লাল। নাট্যাঙ্গনে তিনি ‘নানা ভাই’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। অবশেষে গত বুধবার রাতে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন এ অভিনেতা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও ২০২২ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে এ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে তার চিকিৎসা। ফেসবুকে এ খবর জানান নাট্যনির্মাতা প্রীতি দত্ত। প্রীতির স্ট্যাটাসের পর কয়েকজন সহকর্মী আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান। কিন্তু তাদের দেয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। এ খবর পেয়েই অভিনেতা মুশফিক আর ফারহান আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান। তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন। এরপর সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু অবশেষে চলেই গেলেন নাটক অঙ্গনে ‘নানা ভাই’ নামে পরিচিত আলাউদ্দিন লাল।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com