নিউজ ডেস্ক : গোলাপগঞ্জে’র প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন তৈরির পাশাপাশি গোলাপগঞ্জে’র সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের লক্ষ্যে গঠিত গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তরুন সংগঠক ও সমাজকর্মী এস ইউ শিপলু।
সম্প্রতি এক অনলাইন সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এস ইউ শিপলু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এস ইউ শিপলু গোলাপগঞ্জে’র তথা বৃহত্তর সিলেটের সামাজিক অঙ্গনের পরিচিত মুখ।
এস ইউ শিপলু খুবই অল্প বয়সেই জড়িয়ে পড়েন সামাজিক কর্মকাণ্ডে।
সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়েছেন একাধিক সম্মাননা।
এস ইউ শিপলু সিলেট জেলা প্রশাসকের কাছ থেকে ২০১৯ সালের সিলেট জেলার শ্রেষ্ঠ সংগঠক পদকে ভূষিত হোন।
ছোট বেলা থেকে সমাজের মানুষের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখে বেড়ে উঠা এস ইউ শিপলু সর্বদা সামাজিক অঙ্গনে সমাজের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এস ইউ শিপলু সমাজের অসহায়, নিপিড়িত, নির্যাতিত মানুষের কথা তুলে ধরতে তিনি সাংবাদিকতার মহান পেশায় সম্পৃক্ত হন। সামাজিক অঙ্গনে কাজ করার পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাভিউ ৭১ডটকম এর স্টাফ রিপোর্টার ও জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়াও এস ইউ শিপলু গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি চ্যানেল জিবি টেলিভিশনের সহকারী পরিচালকের দায়িত্ব স্বনামের সহিত পালন করেন। এস ইউ শিপলু বর্তমানে সিলেট সময় টিভি’র চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন।
এস ইউ শিপলু সামাজিক অঙ্গনে গোলাপগঞ্জ উপজেলা সহ পুরো সিলেট জেলায় এক পরিচিত মুখ। তিনি ২০০৬ সালে প্রতিষ্টা করেন ধারাবহর সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা। গোলাপগঞ্জের বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের সংগঠন গোলাপগঞ্জ গণদাবী পরিষদের সদস্য হিসেবে ২০০৮ সালে তিনি ঐ সংগঠনে যোগ দেন। সফলতার সহিত এই সংগঠনের যুব বিষয়ক সম্পাদক ও পরবর্তীতে এই সংগঠনের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১২ সালে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সাথে সম্পৃক্ত হন তিনি।
এস ইউ শিপলু ২০১৪ সালে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর স্মৃতি রক্ষার্থের সংগঠন ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৭ সালে তিনি ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০১৫ সালে এস ইউ শিপলু আমুড়া ইউনিয়ন জনকল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কুশিয়ারা যুব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ সংগঠনের উপদেষ্ঠার দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গোলাপগঞ্জ যুব কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
এস ইউ শিপলু ২০১৯সালে জীবন জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে।
রক্তে যার মানবতা নেশা থাকে
আটকানোর সাধ্য আছে কার
তাইতো প্রবাসে এসে প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে যুক্ত হোন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এবং উক্ত সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।
এস ইউ শিপলু-কে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কার্যকরী কমিটির সবাইকে ধন্যবাদ জানানিয়ে বলেন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেনো তা সঠিক ভাবে পালন করতে পারি।
আপনার মতামত লিখুন :