সিলেটের বিভিন্ন সীমান্তে গরু-মহিষসহ পৌনে ২ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব জব্দ করে বিজিবি। এর আগে সোমবারও অভিযান চালানো হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান এ বিষটি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোমবার ও মঙ্গলবার অভিযান চালায় বিজিবি। এ সময় ৩৬৯টি ভারতীয় শাড়ী, সাতটি লেহেঙ্গা, চার হাজার ৯৯ পিস সানগ্লাস, ১৬ হাজার ৪০০ কেজি চিনি, দু’হাজার ৮৫০ কেজি আপেল, নয়টি মহিষ, ৪৩টি গরু, ৯৮০ প্যাকেট বিড়ি, ৮৮০ কেজি বাংলাদেশী রসুন, একটি ডিআই পিকআপ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী সাতটি নৌকাসহ অন্য মালামাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৯ লাখ ৮০ হাজার ২৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালান ও মালামালগুলো বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।’
আপনার মতামত লিখুন :