প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গণভবন পরিদর্শন করেছেন। আজ সোমবার (২৮ অক্টোবর) তার বিশেষ সহকারী মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে গণভবনে যান তিনি।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি ছবি পোস্ট করেছেন আসিফ মাহমুদ, যা মুহূর্তেই হয়েছে ভাইরাল।
পোস্টে মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে আসিফ লেখেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে…।’ ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি. দ্র. : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’
এছাড়া ছবির এই ক্যাপশন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেওয়া বলে কমেন্ট বক্সে জানিয়েছেন আসিফ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে বলে জানানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :