রাওয়ালপিন্ডিতে কী ঐতিহাসিক জয়ই না পেয়েছিল বাংলাদেশ। যদিও মাস দেড়েক যেতেই পাকিস্তানবধের সেই গৌরব যেন ভুলতে বসেছে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। যদিও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং নৈপুন্যে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা। ফলে তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নিয়েছে।
প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হুট করেই ক্রিকেটারদের ব্যাটিং ধস নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় শান্তরা। সিরিজ নিশ্চিত করতে হলে তৃতীয় ওয়ানডেতেও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। বাংলাদেশের জন্য স্বস্তির খবর দ্বিতীয় ওয়ানডেতে দলে সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরেই ব্যাট হাতে ২৫ রান করার পর বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন নাসুম। তার এমন প্রত্যাবর্তন বেশ আশা দেখাচ্ছে বাংলাদেশকে। তৃতীয় ম্যাচেও তাই নাসুমের কাছ থেকে সেরাটাই চাইবে দল।
দ্বিতীয় ম্যাচে হারলেও আফগানিস্তানকে খাটো করে দেখার ভুল নিশ্চয়ই করবে না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দলটির স্পিনাররা বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমত ধসিয়ে দিয়েছিল। তাই স্পিনারদের সামলানোই হবে কঠিন চ্যালেঞ্জ।
দ্বিতীয় ম্যাচে জয়ের পর ১৮ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এখন ১১টি এবং হার ৭টি। গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল বাংলাদেশের।
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে টানা দুই দ্বিপাক্ষিক সিরিজে হার এড়ানোই বড় চ্যালেঞ্জ ফিল সিমন্স শিষ্যদের। সিরিজ নির্ধারণী ম্যাচটি বাংলাদেশের জন্য একটি মাইলফলকেরও ম্যাচ। আফগানদের আগামীকাল হারালে আন্তর্জাতিক ক্রিকেটে নবম দল হিসেবে ২৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়বে। তিন সংস্করণ মিলে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৭৬৭ ম্যাচ। ২৪৯ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৪৮৬ ম্যাচ। ড্র করেছে ১৮ ম্যাচ। ফল হয়নি ১৪ ম্যাচে।
এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ গত ম্যাচে নাসুম-জাকির আলিরা ভালো করায়, তাদের ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে, পরিবর্তন দেখা যেতে পারে আফগান একাদশে। দল যেমনই হোক, আফগানদের হারিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা ভুলতে চান শান্তরা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com