গোলাপগঞ্জে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পৌর শহরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরী।
শিক্ষার্থী আল আমিন ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর, গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন মান্না, শেখ বদরুল হক।
ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখেন শেখ ওসমান ফারুক, মাহফুজ খান, রাফি আহমদ, শামীম আহমদ, সালমান আজাদ, আবু তালেব, নুরুল ইসলাম, মুস্তাফিজ তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলায় ৮টি গ্যাস কুপ রয়েছে। উপজেলার এসব গ্যাস কুপ থেকে প্রতিনিয়ন কোটি কোটি টাকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কিন্তু গোলাপগঞ্জ উপজেলার ৭০ভাগ মানুষ গ্যাস থেকে বঞ্চিত। বক্তারা আগামী ১মাসের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস না দিলে রাজপথ ব্লক করারও আলটিমেটাম প্রদান করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com