মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (১০ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করে ৯ উপদেষ্টার মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। এতে দেখা গেছে, আসিফ নজরুলের কাছ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অন্য উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
আসিফ নজরুল এখন শুধু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। এর আগে তিনি একাই তিন মন্ত্রণালয় সামলেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয় আগে ড. আসিফ নজরুলের দায়িত্বে ছিল। শেখ বশিরউদ্দিনকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com