অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী। এদের মধ্যে শেখ বশিরউদ্দীনকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
আজ রোববার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
বাণিজ্য ছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন শেখ বশিরউদ্দীন। এর আগে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১৬ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার দায়িত্ব কমিয়ে নতুন বাণিজ্য উপদেষ্টা করা হয়েছে শেখ বশিরউদ্দীনকে।
আপনার মতামত লিখুন :