গোলাপগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ‘গোলাপগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে। এ উপজেলাকে আমি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। সকলের প্রচেষ্টায় উপজেলা থেকে মাদক নির্মূল করা হবে। যাতে অপরাধীচক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষে কাজ করবো। উপজেলাকে প্রাকৃতিক মন্ডিত করতে টিলাকাটার ব্যপারে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে কেউ টিলা কেটে পরিবেশ বিপর্যয় ঘটাতে না পারে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। নদীভাঙ্গন রোধে ব্যবস্থা কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এছাড়া যানজট নিরসন ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পদক্ষেপ নেয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ ও গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :