বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত


EDITOR প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৪, ৬:৪৬ পূর্বাহ্ন /
বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪ ইং) সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হয়। শেষ হয় সাড়ে ১০ টায়।

পরীক্ষক হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা মাসুম আহমদ, হাফিয মিনহাজুল ইসলাম সায়েক ও হাফিয ইমরানুল হক তাহের। ৪ বিভাগে মোট ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলো ১১ জন। সর্বমোট ছাত্রছাত্রী ৬৫ জন।

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে এ নির্বাচনী পরীক্ষা নেয়া হয়।

ক্বায়দা বিভাগে মেধা তালিকায় প্রথম হয়েছে মারওয়া আহমদ, পিতা: ছরওয়ার আহমদ। দ্বিতীয় হয়েছে সাফা আহমদ, পিতা: ছরওয়ার আহমদ। তৃতীয় হয়েছে রিফাত আহমদ, পিতা: মখলিছ মিয়া। চতুর্থ হয়েছে রাবিয়া জান্নাত ইবা, পিতা: আবুল হাসনাত আবু। পঞ্চম হয়েছে রাইয়ান আহমদ, পিতা: সুমন আহমদ।

আমাপারা বিভাগে মেধা তালিকায় প্রথম হয়েছে সাফা আলম, পিতা: বদরুল আলম। দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস মীম, পিতা: মৃত হেলাল উদ্দিন। তৃতীয় হয়েছে নাফিসা আক্তার, পিতা: শামিম আহমদ। চতুর্থ হয়েছে নুরা জান্নাত, পিতা: ফখর উদ্দিন। পঞ্চম হয়েছে তায়িবা জান্নাত, পিতা: জামাল মিয়া।

নাযারা (খ) বিভাগে মেধা তালিকায় প্রথম হয়েছে নাজিফা নাওয়ার মারিয়া, পিতা: মাওলানা মাসুম আহমদ। দ্বিতীয় হয়েছে আরিহা রুহমা, পিতা: মাওলানা মোস্তফা কামাল। তৃতীয় হয়েছে ফাওজিয়া হোসেন তাহা, পিতা: জাকির হোসেন। চতুর্থ হয়েছে সিয়াম আলম, পিতা: বদরুল আলম। পঞ্চম হয়েছে মুছা সাফিন, পিতা: ছুফি মিয়া।

নাযারা (ক) বিভাগে মেধা তালিকায় প্রথম হয়েছে আব্দুছ ছাত্তার, পিতা: বাবুল আহমদ। দ্বিতীয় হয়েছে রাজিব উদ্দিন, পিতা: আলী হোসেন। তৃতীয় হয়েছে ইশরাত জাহান উমামা, পিতা: খবির উদ্দিন। চতুর্থ হয়েছে ছামিরা ইসলাম ঝুমি, পিতা: নুরুল ইসলাম। পঞ্চম হয়েছে নাদিম আহমদ রিয়াম, পিতা: শাব্বির আহমদ।