মুফিজুর স্বপনের কবিতা, আশালতা সিরিজ


Editor প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪, ২:৫৮ পূর্বাহ্ণ /
মুফিজুর স্বপনের কবিতা, আশালতা সিরিজ

আশালতা সিরিজ

মুফিজুর স্বপনের কবিতা

আশালতা, তুমি ভিনদেশী সৈনিকের সমাধির মতো

ছেয়ে গেছো বুনো লতায়;

ঠাওরাতে না পেরে সহযোদ্ধা ফিরে যায় চুপি-চুপি।

দিনের জোনাকীর মতো কেন তোমরা

চিরদিন হেলে পড় আলোর অভিমুখে?

আশালতা, অন্ধকারেই তোমাদের দহন যথার্থ।

যাদের দাবি মেটাতে তোমরা চলে যাও

তাদের পারফিউমের গন্ধ একসময় ক্ষয়ে আসে;

আমাদের পোড়া শরীরের প্রাচীন গন্ধ

এটা জ্যোতির্ময়ী।

আশালতা,ভালবাসায় প্রশান্তির পর তৃষ্ণা থাকে

আর মোহে মুক্তি।

মানুষের মূল্যবোধ মধুকরের মুখের সাথে

ফুলের সম্পর্ক নয়,

বুকের সাথে আটকে যাওয়া রেণুর মতো।